NarayanganjToday

শিরোনাম

নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি অব্যাহত


নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি অব্যাহত

নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন কর্তৃক গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচীর আওতায়  ব্যানার, পোস্টার, ফেস্টুন অপসারণ কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার নিতাইগঞ্জ মোড় থেকে ডিআইটি, উকিল পাড়া চাষাড়া, চানমারি জেলা পরিষদ ও এলজিইডি পর্যন্ত ব্যানার ফেস্টুন  ও বিলবুট অপসারণ করা হয়।

 বুধবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সংলগ্ন এলাকা, ওভারব্রিজ, চৌরঙ্গী পেট্রল পাম্প সংলগ্ন এলাকা  থেকে পাচ ট্রাক ব্যানার,ফেস্টুন, প্লাকার্ড অপসারন করা হয় গ্রীন এন্ড ক্লিন সিটি তৈরী পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে। গ্রীন এন্ড ক্লিন সিটি তৈরির কার্যক্রম  অব্যাহত থাকবে ।মঙ্গলবার আইনশৃঙ্খলা সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রোডস এন্ড হাইওয়ে, হাইওয়ে পুলিশের সহযোগিতায় সাইনবোর্ড ওভারব্রিজ থেকে সকল হকার উচ্ছেদ করা হয় এবং সম্পূর্ণভাবে ব্যানার ফেস্টুন মুক্ত করা হয়। সাইনবোর্ড ওভারব্রিজ সংলগ্ন রাস্তায় পুলিশ বক্স স্থাপন করে জেলা পুলিশের নামে চাদাবাজি করায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় ভেক্যু দ্বারা পুলিশ বক্স অপসারণ করা হয়।

এছাড়া রাস্তায় ১৩টি দোকান নির্মাণ করায় ভেক্যু দ্বারা অপসারণ করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাসহ  সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, রোডস এন্ড হাইওয়ে এবং হাইওয়ে পুলিশ।

উপরে